About Us

About Dungri Publication

ডুংরি প্রকাশনী যেখানে নতুন লেখক এবং প্রতিষ্ঠিত লেখকদের উভয়ের সৃষ্টিকে পাঠকের হাতে তুলে দেওয়ার একটি অনন্য প্রয়াস চালানো হয়। বাংলা সাহিত্যের প্রতি ভালোবাসা এবং পাঠকের মনের খোরাক জোগানোর অঙ্গীকার নিয়ে আমরা পথ চলা শুরু করি।

আমরা গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করে থাকি। প্রতিটি বইয়ের মান, বিষয়বস্তু এবং ছাপার গুণগত মানে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই। আমাদের টিমে রয়েছেন অভিজ্ঞ সম্পাদ, ডিজাইনার এবং বই প্রেমিক যারা প্রতিটি বইকে জীবন্ত করে তোলার জন্য নিরন্তর কাজ করেন।

আমাদের স্বপ্ন — বাংলা ভাষা ও সাহিত্যের বৈচিত্র্যকে বিশ্বমঞ্চে তুলে ধরা এবং আগামী প্রজন্মের হাতে ভালো বই পৌঁছে দেওয়া।

আপনাদের ভালোবাসা এবং সহযোগিতাই আমাদের পথচলার প্রধান প্রেরণা।

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য

আমাদের লক্ষ্য বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়া। আমরা নতুন ও প্রতিভাবান লেখকদের প্ল্যাটফর্ম দিতে প্রতিশ্রুতিবদ্ধ। পাঠকদের মানসম্পন্ন, চিন্তাশীল ও সময়োপযোগী বই উপহার দেওয়াই আমাদের প্রধান উদ্দেশ্য।

আমাদের স্বপ্ন

আমাদের স্বপ্ন

আমাদের স্বপ্ন বাংলা ভাষার সাহিত্যকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। আমরা নতুন লেখকদের সুযোগ করে দিয়ে সাহিত্যজগতে নতুন দিগন্ত উন্মোচনে বিশ্বাসী। পাঠকের হাতে মানসম্পন্ন ও মননশীল বই তুলে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।

আমাদের মান

আমাদের মান

আমরা সর্বোচ্চ মানসম্পন্ন বই প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে বিষয়বস্তু, মুদ্রণ এবং বাঁধাইয়ের প্রতিটি ধাপে নিখুঁত যত্ন নেওয়া হয়। আমাদের প্রকাশিত প্রতিটি বই পাঠকের জ্ঞানের পরিধি বাড়ানোর পাশাপাশি তাদের হাতে মানসম্মত সাহিত্য তুলে দেয়।

Management Desk

Subho Nath

Founder & Publisher of Dungri Publication

Avishek Dutta Roy

Editor of Dungri Magazine

Supriya Tarunlekha

Chief Advisor of Dungri Publication & Magazine