Discounts up to 40% on new books
Author: Mausin Ul Hakim
ISBN: 978-984-95237-3-4
Published: 2022
Pages: 160
Binding: Hard Bidning
Transletor:
Editor: Abu Sufiyan
সুন্দরবনের বাংলাদেশ অংশে তখন ডজন খানেক বনদস্যু দলের বিচরণ। তাদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ট জেলে-বাওয়ালীরা। অন্যদিকে দাদনের মহাজনের নিপীড়ন আর সুদে মহাজনের অত্যাচারে বহুমুখী সংকটে নিমজ্জিত পুরো উপকূল। শত চেষ্টার পরও মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারছিল না। অথচ পদে পদে মৃত্যুঝুঁকি নিয়ে এরাই সাগর-নদী থেকে তুলে আনছে সম্পদ। এই খবরগুলো জাতীয় সংবাদ মাধ্যমে আসতো না।
Product Description:
সুন্দরবনকে আমরা শুধু একটি ম্যানগ্রোভ বন হিসেবে দেখি। বেঙ্গল টাইগার কিংবা চিত্রা হরিণের বন হিসেবে জানি। প্রাণবৈচিত্রের দিক থেকে বিশ্বব্যাপী সুপরিচিত নোনা পানির এই শ্বাসমূলীয় বন।ছোটবেলা থেকে সুন্দরবন বলতেই বুঝতাম জোয়ারে ডুবে যাওয়া দশ হাজার বর্গকিলোমিটারের বিশাল বন। কিন্তু সাংবাদিক হিসেবে কাজ শুরুর পর থেকেই ভাবনাটা পাল্টেছে। জেনেছি সুন্দরী, গড়ান, বাইন, কেওড়াসহ নানা জাতের গাছের দুর্ভেদ্য এই বনের ভেতরে আছে মানুষের বিচরণ, আছে বনজীবীদের সুখ-দুঃখের হাজারো গল্প।২০০৯ সালের জলোচ্ছাস 'আইলা'র পর থেকে নিবিড়ভাবে মিশতে থাকি নোনাজলের এই বন জনপদে। যেই উপকূলে বিশুদ্ধ পানি নেই, সেই জনপদকেই আমার কাছে সবচেয়ে বিপন্ন অঞ্চল বলে মনে হয়। আরও অনেক সংকটে মহাবিপন্ন সুন্দরবন উপকূল নিয়ে তাই কাজ শুরু করি।সুন্দরবনের বাংলাদেশ অংশে তখন ডজন খানেক বনদস্যু দলের বিচরণ। তাদের অত্যাচার-নির্যাতনে অতিষ্ট জেলে-বাওয়ালীরা। অন্যদিকে দাদনের মহাজনের নিপীড়ন আর সুদে মহাজনের অত্যাচারে বহুমুখী সংকটে নিমজ্জিত পুরো উপকূল। শত চেষ্টার পরও মানুষগুলো ঘুরে দাঁড়াতে পারছিল না। অথচ পদে পদে মৃত্যুঝুঁকি নিয়ে এরাই সাগর-নদী থেকে তুলে আনছে সম্পদ। এই খবরগুলো জাতীয় সংবাদ মাধ্যমে আসতো না।সাংবাদিক হিসেবে আমি তাই প্রথমত সুন্দরবন উপকূলের খবরগুলো তুলে আনার চেষ্টা করি। শুরুতে বেশ বেগ পেতে হচ্ছিলো। কারণ দূরের জনপদের খবরগুলো আমাদের সম্পাদকরা সেভাবে গুরুত্ব দিয়ে প্রচার করতেন না বা ছাপতেন না। ধীরে ধীরে সুন্দরবনের জেলে-বাওয়ালীদের খবরগুলো গুরুত্ব পেতে থাকে। উঠে আসে জলদস্যু-বনদস্যুদের অত্যাচার নির্যাতনের কথা।
No reviews